বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী সদর দপ্তর ফটকে তালা

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বিজিএফসিল বোর্ড সভার সিদ্ধান্তে ঈদের একটি বোনাস করা হয় বন্ধ। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিজিএফসিএল এমপ্লয়ীজ ইউনিয়নের ডাকে কোম্পানীর সদর দপ্তরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দুই ঘন্টার কর্মবিরতি করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল আটটা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর বিরাসার এলাকায় অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডের সদর দফতরের সামনে শ্রমিক কর্মচারীরা এই অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড এমপ্লয়ীজ ইউনিয়ন শ্রমিক নেতৃবৃন্দ জানান, দীর্ঘ প্রায় ৩৫ বছর যাবত দ্বি-পাক্ষিক চুক্তির মাধ্যেমে আমরা এই বোনাস পেয়ে আসছি। সম্প্রতি কোম্পানীর বোর্ড সভায় উৎসব বোনাসের একটি কর্তন করা ও দীর্ঘদিন ধরে চালু থাকা কোম্পানী কর্তৃক শ্রমিক কর্মচারীদের আয়কর বহন না করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে, যা রীতিমতো অমানবিক। আগামী চার দিনের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাই। অন্যথায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীন আরো পাঁচটি গ্যাস ফিল্ডেও আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেয়া হয়। এসময় বাংলাদেশ গ্যাস ফিল্ড এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি মো.শাহ্ আলম, সাধারণ সম্পাদক মো. মুর্শেদুল আলমসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।

Post Under