বিজিবির অভিযানে এক কোটি চুয়ান্ন লক্ষ টাকার অবৈধ মোবাইল ফোন ও ডিসপ্লে আটক

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক সর্বমোট ,৫৪,৬৩,৭০০/- (এক কোটি চুয়ান্নলক্ষ তেষট্টি হাজার সাতশত) টাকা মূল্যের বিভিন্ন প্রকার অবৈধ ভারতীয় মোবাইল ফোন এবং মোবাইল ফোনের ডিসপ্লেআটক করা প্রসংগে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এম জাহিদ পারভেজ জানান, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্তএলাকা প্রহরার মাধ্যমে দেশের অখন্ডতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা সফলতার সাথে দায়িত্ব পালনেরপাশাপাশি পেশাদারিত্বের সাথে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১০ফেব্রুয়ারি ২০২৫ তারিখ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্তএলাকায় একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর নামক স্থান হতেমালিক বিহীন অবস্থায় ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন এবং ২৭০০ টি মোবাইল ফোনের ডিসপ্লে আটককরা হয়। যার সর্বমোট মূল্য,৫৪,৬৩,৭০০/- (এক কোটি চুয়ান্ন লক্ষ তেষট্টি হাজার সাতশত) টাকা। জব্দকৃত সকলঅবৈধ দ্রব্যসামগ্রী কাস্টমস জমা করা হবে।

Post Under