ব্রাহ্মণপাড়ায় ৪ সাংবাদিককে পিটিয়েছে দুর্বৃত্তরা, দুটি গাড়ী ভাংচুর

নিজস্ব প্রতিবেদকঃ
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চার জন সাংবাদিককে গুরতর আহত ও তাদের ব্যবহত দুটি গাড়ি ভাংচুর করা হয়েছে।

হামলায় ভাংচুর হওয়া সাংবাদিকদের ব্যবহৃত মাইক্রোবাস।

সকাল ৯ টায় ব্রাহ্মনপাড়া দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাওয়ার পর অন্তত ৫০ জন দুর্বৃত্ত ওই হামলা চালায়। এ সময় মাইটিভির ক্যামেরা পারসন আবদুস সালাম, একুশে টেলিভিশনের ক্যামেরা পারসন জহিরুল হক বাবু, জাগরণী টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান আশিক গুরুতর আহত হয়।

গুরতর আহত সাংবাদিক আশিকুর রহমান।

 

এ সময় দুলালপুর কেন্দ্রে আনারস প্রতীকের প্রার্থীর এজেন্ট কিশোর সরকার ও মনির হোসেনের মাথা ও ঘাড়ে আঘাত লাগে। তাদের রক্তক্ষরণ হয়। জানা গেছে, নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকেরা ওই হামলা চালায়।

হামলায় ভাংচুর হওয়া একটি গাড়ি।

ব্রাহ্মনপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃআবু হাসনাত মোঃমহিউদ্দিন মবিন জানান, আমরা চারজন সাংবাদিকে চিকিৎসা দিয়েছি। আশিকের অবস্থা গুরুতর তাই কুমিল্লা কুচাইতলী হসপিটালে রেফার করেছি।

Post Under