ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
‘ধর্ষণ মানবতার বিরুদ্ধে অপরাধ’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে এ উপলক্ষে শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত পাঠাগারে সংবাদ সমেম্মলন ও মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোকপাত করেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক শামিমা সিকদার দীনা। এসময় জেলা মহিলা পরিষদের সভাপতি শুভা রানী পাল, সহ-সভাপতি আম্বিয়া বেগম, অর্থ সম্পাদক আসমা খানম, আন্দোলন সম্পাদক শ্যামলী মিয়াজি, লিগ্যাল এইড সম্পাদক লাকী সরকার, প্রোগ্রাম এক্সিকিউটিভ নজরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া প্রতিরোধ পক্ষ আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলবে। উল্লেখিত সময়ে পালিত হবে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি।

Post Under