ব্রাহ্মণবাড়িয়ায় উপকারভোগীদের মাঝে ঘরের চাবি-অনুদান বিতরণ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে ঘরের চাবি-ঋণ বিতরণসহ মৎস্য অধিদপ্তরের উপকারভোগীদের পিকআপ ভ্যান ও উপকরণ বিতরণ এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে স্থানীয় সার্কিট হাউসে জেলা এবং সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ব্রাহ্মণবাড়িয় সদর আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন।

জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। পরে অতিথিবৃন্দ ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের উপকারভোগীদের মাঝে ৬০ লাখ টাকার ঋণ বিতরণ, সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের কাঞ্চনপুর আশ্রয়ন প্রকল্পের ১৫ টি পরিবারের মাঝে ঘরের চাবি, কবুলিয়ত ও ৩০ হাজার টাকা করে ঋণের চেক প্রদান এবং আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ২০ টি মন্দিরে প্রধানমন্ত্রীর অনুদান দেয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Post Under