ব্রাহ্মণবাড়িয়ায় এমপিওভূক্ত’র দাবীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

এইচ.এম. সিরাজ, ব্রাাহ্মণবাড়িয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে শতভাগ বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জনবল কাঠামো অন্তর্ভুক্ত করে এমপিওভূক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় সংবাদ সম্মেলন করেছে শিক্ষকরা। সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তেন শারীরিক দূরুত্ব বজায় রেখে,যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বাংলাদেশ বে-সরকারি অনার্স মাস্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার প্রচার সম্পাদক প্রভাষক মমিন খান।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারিতে জনজীবন বিপর্যস্ত। স্কুল-কলেজ বন্ধ। এ পরিস্থিতে হাতেগোনা কয়েকটি কলেজ বাদ দিয়ে অনার্স মাষ্টার্স শিক্ষকদের বেতন-ভাতাও বন্ধ। অন্যদিকে সহায়ক আয়ের উৎস প্রাইভেট টিউশনিও বন্ধ। ফলে পরিবার পরিজন নিয়ে শিক্ষকরা করছেন মানববেতর জীবনযাপন। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরব নিষ্ঠুর ও মূর্তিময়ী ভূমিকা পালন করছেন। আমাদের দাবী নন, এমপিও শিক্ষকদের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ তে অন্তর্ভুক্ত করতে হবে এবং বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শিক্ষকদের মানবেতর জীবন যাপন কাটিয়ে উঠতে বিশেষ প্রণোদনা ঋণ বাবদ ১০০০ কোটি টাকা বরাদ্ধও দেয়া জরুরি । প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষকদের এমপিওভুক্ত আওতায় আনতে হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বে-সরকারি অনার্স মাষ্টার্স শিক্ষক ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি মো. বকুল মিয়া হাজারী, সহ-সভাপতি আব্দুল বাতেন, রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক সজল দাস প্রমুথ।

Post Under