রাজাকারের নামে সড়কের নামকরণ বাতিলের দাবীতে মানববন্ধন

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
সড়কের নামকরণ থেকে রাজাকারের নাম বাদ দিয়ে একজন মুক্তিযোদ্ধার নামে নামকরণের
দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। স্থানীয়
চম্পকনগর বাজার সড়কে স্থানীয় মুক্তিযোদ্ধা, এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চম্পকনগর বাজার সড়কে অনুষ্ঠিত মানবন্ধনে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন (অব.) তারা মিয়া, সাবেক কমান্ডার ফরিদ আহমেদ ভূইয়া, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান ভূইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ, চম্পকনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোবেল চৌধুরী।

বক্তরা বলেন, বিএনপি জোট সরকারের আমলে উপজেলার ইছাপুরা উত্তর ইউনিয়নের খাদুরাইল সড়ক রাজাকার দেলোয়ার হোসেনের নামে নামকরণ করা হয়। বিগত ২০১০ সাল থেকে মুক্তিযোদ্ধারা এ বিষয়ে আন্দোলন করে আসছে। বক্তরা রাজাকারের নাম পরিবর্তন করে শহীদ মুক্তিযোদ্ধার নামে এটি নামকরণের দাবী জানান। স্থানীয় মুক্তিযোদ্ধাসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্তিতিতে অনুষ্ঠিত মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

Post Under