শহরতলীর নোয়াপাড়ায় র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নোয়াপাড়ায় র‌্যাব-১১ এর সিপিসি-২ এর অভিযানে ফেন্সিডিল পরিবহনকালে এক মাদক ব্যবসায়ীকে ৭৫ (পঁচাত্তর) বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১১ এর সিপিসি-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৩ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বাজারের ব্যাগে করে ফেন্সিডিল পরিবহনকালে একজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং উক্ত ব্যাগ তল্লাশী করে ৭৫ (পঁচাত্তর) বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালি থানার উত্তর চর্থা গ্রামের মৃত এরশাদ খাঁনের ছেলে মোঃ খোকন খাঁন (৩৫)।

র‌্যাব-১১ এর সিপিসি-২ আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ মো: খোকন খান দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বরে স্বীকার করেন। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েচে বলে জানানো হয়।

Post Under