সাবেক ছাত্রনেতা আশরাফুল ইমাম রানা আর বেঁচে নেই

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
আশরাফুল ইমাম রানা। মহান স্বাধীনতাকালের তুখোর ছাত্রনেতা থেকে বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার রাজনৈতিক অঙ্গনের আলোচিত ব্যক্তিত্ব, জেলা শহরের সকলের সুপরিচিত রানা ভাই আমাদের মাঝে আর বেঁচে নেই। বৃহস্পতিবার (৩ডিসেম্বর) রাত পৌনে সাতটায় সকলকে শোক সায়রে ভাসিয়ে আশরাফুল ইমাম রানা ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি———–রাজিউন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস (মামুন-রানা পরিষদ), জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছিলেন আশরাফুল ইমাম রানা। কসবা উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীকে তুমুল প্রতিদ্বন্ধিতাকারী প্রার্থী ছিলেন আশরাফুল ইমাম রানা । ট্যাঙ্কেরপাড় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন ধরেই  শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামকানাই হাই একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন জেলা আওয়ামী লীগের অন্যতম এই নেতা।
জেলা শহরের পূর্বপাইকপাড়া মহল্লার বাসিন্দা আশরাফুল ইমাম রানা দীর্ঘদিন ধরেই বিভিন্ন রোগে ভূগছিলেন। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পাইকপাড়াস্থ নিজ বাস ভবনে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেয়া হয়। ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে সাতটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে দুই মেয়ে,নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ এবং অসংখ্য শুভানুধায়ীকে করে গেছেন শোকাহত। শুক্রবার বাদ জুম্মা ট্যাঙ্কেরপাড় জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন।
Post Under