অক্সিজেন সরবরাহে বিঘ্ন, ১০ মিনিটে ৪ রোগীর মৃত্যু!

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ন্ত্রিত করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় অক্সিজেনের অভাবে চারজন রোগীর মৃত্যু হয়েছে।

মাত্র ১০ মিনিটের মধ্যে এসব রোগী একে একে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতালের আইসিইউতে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে সেন্ট্রাল অক্সিজেন রিফিল করার সময় অক্সিজেনের চাপ কমিয়ে রাখা হয়। এ সময় অক্সিজেন সরবরাহে বিঘ্ন হওয়ায় অল্প সময়ের মধ্যেই চারজন রোগী মারা যান। তবে যারা মারা গেছেন তাদের অবস্থা আগে থেকেই খারাপ ছিল।

ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় অক্সিজেন কমে গেলে নতুন করে অক্সিজেন ঢোকাতে হয়। এজন্য কিছু সময় নেয়। নতুন করে অক্সিজেন প্রবেশের সময় চাপ বেড়ে যেতে পারে এজন্য কমিয়ে নেয়া হয়।

এদিকে করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে চারজন রোগীর মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও তাদের স্বজনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬টি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান যুগান্তরকে বলেন, ওই সময়ে অক্সিজেনের কোনো সংকট হয়নি। আজ সকাল ৭টার দিকে  (শুক্রবার) অক্সিজেন রিফিল করা হয়েছে। আর ৪ রোগীর মৃত্যুর বিষয়টি শুনেছি, তবে তারা অক্সিজেনের অভাবে মারা যাননি।

Post Under