কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কসবা থানার এসআই (নিঃ) মো. ফারুক হোসেন। তিনি সঙ্গীয় ফোর্সসহ আড়াইবাড়ি এলাকার কসবা-সৈয়দাবাদ পাকা রাস্তার পাশ থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেন। পরে তার কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কালো-এ্যাশ রঙের CRZ মোটরসাইকেল (নং: ঢাকা মেট্রো-ল ৫০-৫৭০৪) উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন ফরিদপুর জেলার ফরিদপুর মডেল থানার গোয়াল চামট এলাকার বাসিন্দা মো. নাছিবুর রহমান (৪৩)। তার বাবার নাম মৃত শফিউদ্দিন এবং মায়ের নাম আলিয়া বেগম।
উদ্ধারকৃত মাদক ও মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।