কসবায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য খামারিদের মাঝে মৎস খাদ্য বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গত বছরের আগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য খামারিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
২০২৪-২০২৫ অর্থবছরের এডিপির প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন করেন উপজেলা মৎস্য অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার ৫৭ জন প্রান্তিক মৎস্য খামারির প্রত্যেককে ৫০ কেজি করে মৎস্য খাদ্য প্রদান করা হয়।
ইউএনও ছামিউল ইসলাম বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের একটি অঙ্গীকার। মৎস্যচাষ আমাদের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। এই সহায়তা ক্ষতিগ্রস্ত খামারিদের ঘুরে দাঁড়াতে সহায়ক হবে।”
অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও ক্ষতিগ্রস্তদের মনোবল চাঙ্গা রাখতে সরকারি সহায়তার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

Post Under