কসবায় নারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নারী ক্ষমতায়নের লক্ষ্যে ‘হার পাওয়ার’ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সফলভাবে সম্পন্ন হয়েছে প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের তৃতীয় ধাপ। ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ছয় মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও ভাতা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জায়েদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, হার পাওয়ার প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার কামরুল হাসান ও কোর্স কো-অর্ডিনেটর মো. গোলাম কিবরিয়া মুন্না।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে ৬ মাসের কোর্স সফলভাবে সম্পন্ন করার জন্য একটি করে সনদপত্র এবং যাতায়াত ও আপ্যায়ন বাবদ ৫ হাজার ১৫০ টাকা করে প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ছামিউল ইসলাম বলেন, “প্রযুক্তির সঙ্গে নারীদের সম্পৃক্ত করার মাধ্যমে আমরা শুধু তাদের দক্ষ করে তুলছি না, বরং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও ভূমিকা রাখছি। এই ধরণের প্রশিক্ষণ নারীদের আত্মবিশ্বাস বাড়ায় এবং ঘরে বসেই উপার্জনের পথ খুলে দেয়।”
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশে সার্টিফিকেট ও ভাতা বিতরণ করা হয়।

Post Under