এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
তখন ভোররাত। আচমকা ঘটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পুড়ে ভস্মীভূত হয়ে যায় একটি বেকারি। আশপাশের কয়েকটি দোকানেও আংশিক পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (৮ জানুয়ারি) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের লালবাজারস্থ শেখ মার্কেটের ‘বি-বাড়িয়া বেকারি’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় েলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে আখাউড়া পৌর এলাকার লালবাজারস্থ শেখ মার্কেটের ‘বি-বাড়িয়া বেকারি’ নামের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।স্থানীয় সূত্রে খবর পেয়ে আখাউড়া ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার সহায়তায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কতোক্ষণে ‘বি-বাড়িয়া বেকারি’ নামের ওই ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়াসহ আশপাশের কয়েকটি দোকানেও আংশিক পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আখাউড়া ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্স স্টেশনের লিডার চান মিয়া সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘খবর পাওয়ার সাথে সাথে ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে, তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।