এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
বিজিবি ও বিএসএফ’র মহাপরিচালক পর্যায়ে বৈঠকে যোগদানের জন্যে চার দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মহাপরিচালক শ্রী রাকেশ আস্তানা। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর হয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
আখাউড়া স্থলবন্দরস্থ সীমান্তের শূণ্যরেখায় বিএসএফ এর মহাপরিচালক সহ চার সদস্যের প্রতিনিধি দলকে স্বাগত জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পূর্ব রিজিওনের কমাণ্ডার ব্রিগ্রেডিয়ার জেনালের মো. জাকির হোসেন। এসময় কুমিল্লা সেক্টর কমাণ্ডার কর্ণেল এবিএম মহিউদ্দিন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের (সরাইল) অধিনায়ক লে. কর্ণেল ইকবাল হোসেনসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সীমান্ত থেকে সড়ক পথে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরস্থ বিজিবি ৬০ ব্যাটালিয়ন সদর দপ্তর পরিদর্শন করেন। পরে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। বিজিবি সূত্র জানায়, ঢাকায় বিজিবি সদর দপ্তর পিলখানায় দুই দেশের মহাপরিচালক পার্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠকে সীমান্তে চোরাচালান বন্ধ, মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে হত্যাকাণ্ড, দুই দেশের সীমান্তে যৌথ টহল জোরদারসহ বিভিন্ন বিষয় স্থান পাবে।