ইরানে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

ইসলামিক রাষ্ট্র ইরানে ফেব্রুয়ারিতে মহামারী শুরু হওয়ার পর থেকে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে একদিনে ২২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজর ৩০৫ জনে। আর এ পর্যন্ত মোট আক্রান্ত দুই লাখ ৫০ হাজারেরও বেশি।

বিবিসি জানিয়েছে, সংক্রমণ বেশি হওয়ায় ইরানের ৩১টি প্রদেশের ৯টিকে রেড জোন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। রাজধানী তেহরানসহ আরও দশটি প্রদেশ ইয়েলো জোন হিসেবে চিহ্নিত।

তেহরানে ভাইরাস মোকাবেলায় গঠিত টাস্ক ফোর্সের প্রধান আলিরেজা জালি বলেছেন,তেহরানের পরিস্থিতি খুব নাজুক। গত ১০ দিন ধরে তেহরানে সংক্রমণ, মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দ্রুত বেড়েছে।

Post Under