ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব নিয়ে ইউসিবি ব্যাংকের আলোচনা ও ইফতার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির আয়োজনে “অর্থনৈতিক সুবিচার প্রতিষ্ঠায় ইসলামিক ব্যাংকিং” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কুমিল্লা নগরীর গোল্ডেন স্পুন পার্টি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক সায়েদুল আল আমিন ও
একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ইউসিবি ব্যাংকের কুমিল্লা ও নোয়াখালী রিজিওনের প্রধান, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শফিকুল ইসলাম।
সিনিয়র অফিসার ওসমান ড্যানিয়েল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা ব্রাঞ্চ ম্যানেজার সালেহ আহমেদ মজুমদার।

অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

Post Under