ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন
সভাপতি নুরে আলম ভূইয়া, সেক্রেটারি মঞ্জুরুল আলম ভূইয়া
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার অভিজাত বিপনী বিতান ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির ২০২০-২০২৩ কার্যকালের ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠিত হয়েছে।
গত শনিবার ১৭ অক্টোবর মার্কেটের অফিস কক্ষে উপদেষ্টা পরিষদের সদস্য, কার্যকরি কমিটি এবং ফ্লোর কমিটির সদস্যদের নিয়ে সাধারণ সভায় ওই কমিটি গঠন করা হয়।
ইস্টার্ণ ইয়াকুব প্লাজা দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস সহ ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নয় জন উপস্থিত থেকে কমিটি গঠন করেন। উপদেষ্টা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ আহম্মেদ ঢাকায় থাকায় তিনি ভার্চুয়াল পদ্ধতিতে নবগঠিত কমিটির পক্ষে মত প্রকাশ করেন।
কমিটিতে আগামি তিন বছরের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো: নুরে আলম ভূইয়া এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় মো: মঞ্জুরুল আলম ভূইয়াকে নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহসভাপতি মো: জাকির হোসেন, সহ সভাপতি মো: সেলিম আহম্মেদ, যুগ্ম সম্পাদক মো: মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, অর্থ সম্পাদক রুহুল কুদ্দুস সুজাত, প্রচার সম্পাদক হাসান মোর্শেদ। সদস্য আব্দুর রব ভূইয়া লিটন, আরিফ উদ্দিন চৌধুরী, মাসুম আলম পলাশ, মিয়া বাতেন, মো: গিয়াস উদ্দিন, জাকির হোসেন।
মার্কেটের উপদেষ্টা পরিষদের সকল সদস্য একমত হয়ে ওই কমিটি গঠন করে স্বাক্ষর প্রদান করেন। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন, শাহ মো: আলমগীর খান, মো: তাজুল ইসলাম, হুমায়ুন কবীর, বেলায়েত হোসেন, মোমিনুল ইসলাম, মিজানুর রহমান, সাজিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার সৈয়দ আহম্মেদ, সুজিত চন্দ্র দাস বাবুল। অপর সদস্য ইঞ্জিনিয়ার সৈয়দ আহম্মেদ ঢাকায় থাকায় ভার্চুয়ার পদ্ধতিতে সকলের সাথে যুক্ত হয়ে মতামত প্রকাশ করেন।