এইচএসসিতে ফলাফলে শীর্ষে কসবা মহিলা ডিগ্রী কলেজ

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

কসবা উপজেলার এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফলের দিক থেকে এবারো উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরভ অর্জন করেছে কসবা মহিলা ডিগ্রী কলেজ। কসবা মহিলা ডিগ্রী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ৪শত ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ৪ শত ১৩ জন। পাশের হার শতকরা ৯৯.৫২। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১শত ৬৩জন। তাছাড়া প্রতিষ্ঠানটি থেকে বিএম শাখায় ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৪৩ জন উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ০৫জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষায় উপজেলার ১টি সরকারিসহ ৮টি মহাবিদ্যালয়ের ২ হাজার ৩ শত ০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ১শত ৪১ জন। পাশের হার শতকরা ৯৩.০৪ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ শত ৩৫জন।
আলিম পরীক্ষায় উপজেলার ৫টি মাদ্রাসার ২ শত ০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ১ শত ৯৩ জন। পাশের হার শতকরা ৯৩.২৩ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৮জন।
বিএম (কারিগরি) শাখায় উপজেলার ৩টি মহাবিদ্যালয়ের ২ শত ৪৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে ২ শত ৩৫ জন। পাশের হার শতকরা ৯৫.১৪ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৯ জন।
কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেছেন এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

 

Post Under