এক ঝলক (জুলাই, ২০২০)

 

কান্দিরপাড় টাউনহল কেন্দ্রিক বেড়ে উঠা এসব কিশোরীর। মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে পেট ভরে তাদের। তবে সুযোগ পেলেই আনন্দে মেতে উঠে তারা। একজন নাটাই ধরেছেন, আরেকজন ঘুড়ি উড়াতে সাহায্য করছেন। ০১ জুলাই বুধবার বিকালে কুমিল্লা নগরীর টাউনহল মাঠ থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ
করোনায় বেড়ে গেছে হ্যান্ড স্যানিটাইজার, গ্লাভস, গগলস, মাস্কের চাহিদা। তাই কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় রয়েছে বেশ কয়েকটি ভ্রাম্যমান দোকান। তবে এসব পণ্যের মান নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। গত ৩০ জুন মঙ্গলবার তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ
সারাদিন টই টই করে ঘুরে অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দুই সহচর। নগরীর কান্দিরপাড় এলাকার শব্দদূষণ ও কোলাহল ভাঙ্গতে পারেনা তাদের মধুর ঘুম। যেদিন পেটে তিন বেলা খাবার পড়ে সেদিন নিজেদের অনেক সুখী মনে করেন তারা। গত ০১ জুলাই বিকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ
কুমিল্লা নগরীর অভিজাত বিপনী বিতান খন্দকার হক টাওয়ার খোলা রয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে মার্কেটের সামনে স্থাপন করা সিরামিকের বেসিনে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া মার্কেটে আসা ব্যবসায়ী ও ক্রেতাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছেন এক কর্মী। শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা তাঁর বশেী থাকলে ওই ব্যক্তিকে মার্কেকে ঢুকতে দেয়া হচ্ছেনা। তাছাড়া মাস্ক ছাড়া ব্যক্তিকেও মার্কেটে প্রবেশে বাঁধা দেওয়া হচ্ছে। গত ০১ জুলাই বিকালে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ

 

করোনা পরিস্থিতির কারনে টাউনহলের পকেট গেট খোলা থাকলেও মূল গেট বন্ধ। সে সুযোগে টাউনহল মাঠে গছিয়েছে সবুজ ঘাস। সেই ঘাসে এসেছে ফুল। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি-এমদাদুল হক সোহাগ

 

কুমিল্লা মহানগর যুবলীগ ২নং ওয়ার্ডের উদ্যোগে গত মঙ্গলবার বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়। গাছ লাগানোর পর সেগুলোর খুটি দেওয়া সহ পরিচর্যা করছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। ছবি-এমদাদুল হক সোহাগ
ভালো নেই টাউনহল মাঠের ভাসমান কিশোর ও যুবকেরা। তারপরেও ঘুড়ি নিয়ে আনন্দে মেতে উঠার চেষ্টা করছেন। মঙ্গলবার দুপুরে তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ
করোনা পরিস্থিতির কারনে টাউনহলের পকেট গেট খোলা থাকলেও মূল গেট বন্ধ। সে সুযোগে টাউনহল মাঠে গছিয়েছে সবুজ ঘাস। সেই ঘাসে এসেছে ফুল। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি-এমদাদুল হক সোহাগ
টাউনহল মাঠের ভেতর চা দোকানগুলোতে এক সময় প্রচুর ভিড় থাকতো। করোনা মহামারির কারনে এখন আর সেই ভিড় নেই। গত মঙ্গলবার দুপুরে তোলা ছবি-এমদাদুল হক সোহাগ
করোনা মহামারির শুরুতে কান্দিরপাড় এলাকায় মানুষ খাবার বিতরণ করতো। এখন আর তেমন কেউ খাবার বিতরণ করেনা। যার কারনে ভালো নেই টাউনহল এলাকার ভাসমান মানুষগুলো। একজন সাংবাদিকের দেয়া খাবার পেয়ে আনন্দিত তারা। গত মঙ্গলবারের ছবি। -এমদাদুল হক সোহাগ
কান্দিরপাড় এলাকায় এভাবেই ছাতা নিয়ে বসেছেন মোবাইল সেবাদানকারী কোম্পানীর প্রতিনিধিরা। নতুন সিম বিক্রি সহ বিভিন্ন সেবা দিচ্ছেন গ্রাহকদের। ছবি-এমদাদুল হক সোহাগ
বাজারে চলে এসেছে নরসিংদীর মিষ্টি লটকন। প্রতি কেজি বিক্রি হচ্ছে একশ টাকা দরে। কান্দিরপাড় এলাকা থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ
করোনা মহামারিতে হঠাৎ ডিমের দর বেড়ে গেছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে একশ টাকা দরে। গত রমজান ঈদের পরেও ৩০টি মুরগীর ডিম বিক্রি হয়েছে ১৮০ থেকে ১৯০ টাকায়। যা বর্তমানে বিক্রি হচ্ছে ২৪০ টাকায়। কুমিল্লা কান্দিরপাড় নিউ মার্কেট থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ

 

 

Post Under