কসবায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এ প্রতিপাদ্য সামনে রেখে নানান আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা। বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিরিন সুলতানা। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট দল, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।
বিতর্ক অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধের চেতনাদীপ্ত সংস্কৃতি বিকাশে নারীর ভূমিকাই মূখ্য’ এ বিষয়ের কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজ ও কসবা মহিলা ডিগ্রী কলেজ এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিতর্ক শেষে অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়।

Post Under