কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় “স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়” এ প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড মহড়া, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় এর সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡রে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়ায় কসবা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ এর নেতৃত্বে একদল চৌকস ফায়ার সার্ভিস সদস্য অগ্নিকান্ড নির্বাপণ মহড়া পরিচালনা করেন। এ সময় আব্দুল্লাহ খালিদ ভূমিকম্প ও অগ্নিকান্ডের মত জাতীয় দুর্যোগ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট দল, শিক্ষক, সাংবাদিক ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।