কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৫ মার্চ গণ হত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সনজীব সরকার, উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।