কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিকআপ চাপায় আলী হোসেন (৬০) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ জুন) সকালে কুমিল্লা-সিলেট মহসড়কের খাড়েরা দারোগা বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আলী হোসেন খাড়েরা ইউনিয়নের কেয়াইর গ্রামের মৃত হাফেজ আহাম্মদের ছেলে। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে নিজ বাড়ি থেকে দুই কিলোমিটার অদুরে মনকাশাইর বাজারে দুধ বিক্রি করতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। মহাসড়কের দারোগা এলাকায় আসলে বিপরীত দিক আসা পিকআপটি বেপরোয় গতির কারনে নিয়ন্ত্রন হারিয়ে ওই দুধ বিক্রেতাকে চাপা দিলে গুরুতর আহত হন। লোকজন উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষনা করেন। ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটিকে জব্দ করেন স্থানীয় জনতা। লোকজন জানায় রাতের বেলায় পাশ্ববর্তী তন্তর বাজারে আড়তে মাছ নামিয়ে সকালে ফেরার পথে বেপরোয়া গতিতে এসে চাপা দেয় আলী হোসেনকে।
ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা আশীষ কুমার স্যানাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।