কসবায় ভ্যানগাড়ির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী প্রবাসী যুবকের মৃত্যু

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা নতুন ও পুরাতন বাজার সংযোগস্থল বিজনা নদীর সেতু অতিক্রমকালে ফুলঝাড়ু বিক্রেতার চলমান ভ্যানগাড়ির সাথে ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী প্রবাসী যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক মো. জাবালে নূর (২২) সৌদি প্রবাসী। সে উপজেলার গোপীনাথপুর গ্রামের আবদুল মান্নানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত যুবকটি কসবা নতুন বাজার থেকে পুরাতন বাজার যাওয়ার পথে বিজনা নদীর সেতুতে ফুলঝাড়ু বিক্রেতার একটি ভ্যানগাড়ির সাথে প্রচন্ড গতিতে ধাক্কা খেয়ে তাৎক্ষণিক রাস্তায় লুটিয়ে পরে। তারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ও কর্তব্যরত চিকিৎসক ডা. মাহিনুর সুলতানা বলেন, আহত যুবককে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তার মৃত্যু হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের বলেন, জাবালে নুর নামে ওই যুবক মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরিবার সূত্রে জানা যায়, পরিবারের উপার্জনকারী একমাত্র ছেলে সৌদি ফেরত জাবালে নূর ইটালী যাওয়ার সকল কাজ প্রায় সম্পন্ন হয়েছিল। গোপীনাথপুর বাজারের একজন থেকে মোটরসাইকেল নিয়ে মোবাইল মেরামতের জন্য কসবায় এসে এ দূর্ঘটনায় পতিত হয়। তার লাশ বাড়ীতে নিয়ে এলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post Under