কসবায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভুইয়া।
কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. শহীদউল্লাহ , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ পাল, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া, কসবা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রুস্তম খাঁ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহম্মদ।
এসময় মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের নানা পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন , ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে পশ্চিমা শাসকেরা এদেশের ঘুমন্ত মানুষের উপর গণহত্যা চালায়। ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ নয় মাসের যুদ্ধে শহীদ হন এদেশের ৩০ লক্ষ মানুষ, ইজ্জত হারায় আড়াই লক্ষ মা-বোন। যুদ্ধে হানাদার বাহিনী নিরস্ত্র সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের হত্যা করে এদেশকে মেধাশুন্য করার চেষ্টা চালায়। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা লাভ করি।
বক্তারা  অবিলম্বে বাংলাদেশের এই গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিদানের আহবান জানান।
Post Under