কসবায় লকডাউন প্রতিপালনে প্রশাসন কঠোর, জরিমানা আদায়

শেখ মো. কামাল উদ্দিন
ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবায় করোনা সংক্রমন প্রতিরোধকল্পে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির জন্য কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, অকারণে রাস্তায় চলাফেরা থেকে বিরত থাকাসহ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান অব্যাহত রেখেছে আইন শৃংখলা বাহিনী।
বিধিনিষেধ অমান্যকারীদের গুনতে হচ্ছে অর্থদণ্ড। সোমবার বেলা ১২টায় কসবা পৌর এলকায়, কুটি, চারগাছ বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট হাছিবা খান। সংক্রমন প্রতিরোধে বাধ্যতামুলক মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সৌজন্যমুলক মাস্ক বিতরণ করেন। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি স্বাস্থ্যবিধি মেনে ক্রয়বিক্রয়ের জন্যও বাজার ব্যবসায়ীদের নির্দেশনা দেন।

Post Under