শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) এর আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ১০দিন ব্যাপী “ICT in Education Literary Troubleshooting & Maintenance প্রশিক্ষণ কোর্স ০৮ জুন, বৃহস্পতিবার বিকেলে সফলতার সহিত সমাপ্ত হলো।, ১ম ব্যাচ ২৯ মে থেকে ০৮ জুন ২০২৩ পর্যন্ত ব্রাহ্মণনাড়িয়া জেলাধীন কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা ডিজিটাল ল্যাবরেটরিতে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রশাসনিক ভবনের দু’তলায় স্থাপিত ল্যাবরেটরিতে উপজেলার আলহাজ্ব সৈয়দ মনিরুল হক উচ্চ বিদ্যালয় হতে সহকারি শিক্ষক মো. ফেরদৌস ভূইয়া, মো. লোকমান চৌধুরী, মো. আতিকুল ইসলাম ও সিনিয়র সহকারি শিক্ষক নাজমা আক্তার; সরকারি আদর্শ মহাবিদ্যালয়, সৈয়দাবাদ হতে প্রভাষক মো. বাছির মিয়া, মো. মনিরুল ইসলাম ভূইয়া ও মো. তাজুল ইসলাম; শেরে বাংলা উচ্চ বিদ্যালয় হতে সহকারি শিক্ষক নেছার আহাম্মদ খান, মোহাম্মদ আলী, বিল্লাল হোসেন ও মোহাম্মদ শাহ আলম সিদ্দিকী; কুটি বালিকা উচ্চ বিদ্যালয় হতে সিনিয়র শিক্ষক মো. মাকসুদুর রহমান; রামপুর উচ্চ বিদ্যালয় হতে সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন আল আজাদ; কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় হতে সহকারি শিক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম; কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে সহকারি শিক্ষক মো. আরিফুল হক ও মোহাম্মদ মাহমুদুল হাসান; আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা হতে প্রভাষক আলাউদ্দিন ভূইয়া, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম, প্রভাষক মাহবুবুল আলম ও সহকারি অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন অংশগ্রহণ করেন। উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ সফলতার সহিত সমাপ্ত করেন। প্রশিক্ষণে মো. ইয়ামিন হাসান ট্রেইনার এবং মো. খায়রুল ইসলাম ও শাহ মো. ইহাসানুল কবির সহকারি ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন। কসবা উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রোগ্রামার মো. শামীম আলম এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কর্মকান্ড তদারকি ও পরিদর্শন করেন। সার্বিকভাবে সহযোগিতা করেন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক। প্রশিক্ষণার্থীদের মনোনীত কোর্স বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শেখ মো. কামাল উদ্দিন; সদস্য, মো. আবদুল বাছির মিয়া, মো. মনিরুল ইসলাম ভূইয়া, আলাউদ্দিন ভূইয়া কোর্স সমাপনী দিবসে ক্রেস্ট ও র্্যাফেল ড্র’য়ের আয়োজন করে এটি প্রাণবন্ত করে তোলেন।