কসবার বরণ্যে শিক্ষক আবু ইউছুফ ভূইয়ার জানাযায় মুসল্লীদের ঢল

আইনমন্ত্রী আনিসুল হক এর শোক প্রকাশ

কসবা ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হাজারো ছাত্র-শিক্ষক-জনতার ভালবাসায় শিক্ত হয়ে শেষ বিদায় নিলেন জনপ্রিয় ও বরেণ্যে শিক্ষক আবু ইউছুফ ভূইয়া। জানা যায় কসবার অন্যতম জনপ্রিয় বিদ্যাপীঠ কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, শিক্ষক নেতা, রাজনৈতিক ও বহুগুণের অধিকারী মো. আবু ইউছুফ ভূইয়া (৫৬) আকস্মিক হৃদক্রিয়া বন্ধ হয়ে গতকাল বুধবার সন্ধ্যা ৫ টা ৩৫ মিনিটে কুমিল্লা নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …. রাজিউন)। তাঁর মৃত্যুতে কসবায় সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিঁনি পিতা, স্ত্রী, তিন ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১৯ জুলাই) বাদ জোহর আকছিনা পূর্বপাড়া আড়াইবাড়ি দরবার শরীফের ঈদগাহ মাঠে হাজার হাজার গুণমুগ্ধ ছাত্র-শিক্ষক-অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মরহুম আবু ইউছুফ ভূইয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উপজেলার আকছিনা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে আবু ইউছুফ ভূইয়ার কফিন নিয়ে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। এসময় প্রিয় শিক্ষক এর মরদেহ দেখে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকসহ সহপাঠীরা কান্নায় ভেঙ্গে পড়েন। সংক্ষিপ্ত আলোচনা করেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাংবাদিক এমদাদুল হক সোহাগ, রাকিবুল ইসলাম রোমন ও এনায়েত সরকার।

আবু ইউছুফ ভূইয়া উপজেলা স্কাউট কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির দুই বারের সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন। তিঁনি জীবদ্দশায় বর্তমান উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ছিলেন। তিঁনি উপজেলা আওয়ামী লীগ এর বিগত কমিটির শিক্ষা সম্পাদকের দায়িত্বও পালন করেন।
আবু ইউছুফ ভূইয়ার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক জানাযা চলাকালে মুঠোফোনে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, আমার মানতে খুব কষ্ট হয়েছে। মৃত্যুর সংবাদটি বর্জ্রাঘাতের মতো মনে হয়েছে। আল্লাহ পাক যেন তাঁকে বেহেস্ত নসীব করেন।
এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, জেলা পরিষদ সদস্য এমএ আজিজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাফর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশিল সমাজের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন ও মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

Post Under