কসবার সৈয়দাবাদে ডা. আরিফ মোর্শেদের বাবা আনিসুল হক খানের জানাযা শেষে দাফন সম্পন্ন

এমদাদুল হক সোহাগঃ

কুমিল্লা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর জোহরা আনিসের স্বামী, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাককানগলা বিশেষজ্ঞ ডা. আরিফ মোর্শেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রওনক খান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবেদা কণক খানের পিতা গাইনি বিশেষজ্ঞ ডা. আতিশা রাব্বির শ্বশুর অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোঃ আনিসুল হকের জানাযা কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসা মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হয়|

জানাযা শেষে খান বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়| জানাযায়, বক্তব্য রাখেন, বিনাউটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক ভূইয়া, সৈয়দ আলীমিয়া, ইঞ্জিনিয়ার আবদুর রহমান, সাবেক চেয়ারম্যান এডভোকেট হারুনুররশীদ, ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইমরান খান, বিনাউটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন, মরহুমের ছেলে ডাক্তার আরিফ মোর্শেদ খান প্রমুখ|

বক্তারা বলেন, মরহুম আনিসুল হক খান এলাকার জন্য একজন নিবেদিতপ্রাণ ছিলেন| তিনি গ্রামের উন্নয়নে বিশেষ অবদান রেখে গেছেন| সমাজের সকল সর্বস্তরের মানুষের সাথে আমৃত্যু সম্পৃক্তা ছিলেন| গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুল কলেজের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন| পারিবারিকভাবে তিনি একজন সফল ব্যক্তিত্ব| তার সন্তানেরা আজ দেশের গুরুত্বপূর্ণ সম্পদ| জানাযায়, সৈয়দাবাদ গ্রাম সহ আশপাশের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ, মরহুমের স্বজন, বন্ধু মুসল্লিরা অংশগ্রহণ করেন|

মরহুম মোঃ আনিসুল হক খান গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কুমিল্লাশহরের ঝাউতলাস্থ গ্রীণউড ভ্যালী নামীয় নিজ বাসভবনে  ইন্তেকাল করেন| মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর|

Post Under