কসবায় “ইবনে বতুতা ইন এন এইজ অব অ্যাডভেঞ্চার” বইয়ের মোড়ক উম্মোচন ও প্রকাশনা উৎসব

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা
ব্রা‏হ্মণবাড়িয়ার কসবায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী ড. মুহাম্মদ ইদ্রিছ ভূইয়া প্রণীত রোমাঞ্চকর ভ্রমন কাহিনী “ইবনে বতুতা ইন এন এইজ অব অ্যাডভেঞ্চার” নামের বইয়ের মোড়ক উম্মোচন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কসবা স্টেশন রোডে পেশকার কমপ্লেক্সে এ প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
প্রকাশনা উৎসবে স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রণেতা ড. মুহাম্মদ ইদ্রিছ ভূইয়া।
কসবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. হুমায়ূন কবিরের সভাপতিত্বে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. রাশেদুল কাওসার ভূইয়া।
মিনহাজ প্রকাশকের পক্ষে এম. তবিবুর রহমান জীবনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের, কসবা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব এম.এইচ শাহআলম, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো. শাহআলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা, কসবা প্রেসক্লাব সাবেক সভাপতি মো. সোলেমান খান, অপরাধপত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক খ.ম হারুনুর রশিদ ঢালী, গোপীনাথপুর আলহাজ¦ শাহআলম কলেজের সহকারী অধ্যাপক হেলেনা বেগম, কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের স্বপন, কসবা রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, ব্রা‏হ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. সাইদুর রাহমান খান প্রমুখ।

Post Under