কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। দৈনিক সমকাল কসবা প্রতিনিধি মো. সোলেমান খানকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় কসবা প্রতিনিধি মো. আবুল খায়ের স¦পনকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা (দৈনিক ইত্তেফাক), সহ-সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হোসেন পলা (দৈনিক মুক্ত খবর), অর্থ সম্পাদক অলিউল্লাহ সরকার অতুল (দৈনিক নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মো. রুবেল আহমদ (দৈনিক আজকের পত্রিকা) এবং ৩জন কার্যনির্বাহী সদস্য হলেন উপাধ্যক্ষ এ, কে আজাদ (পাক্ষিক সালদা), ভজন শংকর আচার্য্য (দৈনিক আমার সংবাদ) এবং নাজমুল হক সজল (দৈনিক আমাদের অর্থনীতি)। এই কমিটি আগামী দুই বৎসর প্রেসক্লাবের দায়িত্ব পালন করবেন।
কমিটি গঠন উপলক্ষে গতকাল সোমবার (০১ মে) সন্ধ্যা ৭টায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এড. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌরসভার মেয়র মো. গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, এটিএন নিউজ পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান ও দৈনিক সরোদ সম্পাদক পীযুষ কান্তি আচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেসকøাবের পাঠাগার সম্পাদক এইচ এম সিরাজ, ঢাকা পোষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাহাদুর আলম।
নতুন কমিটি গঠনের পর কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মো. সোলেমান খান, মো. আবুল খায়ের স্বপন, মো. আবদুল হান্নান, আবুল কালাম আজাদ, মো. শাহ আলম চৌধুরী, মো. সোহরাব হোসেন ও লোকমান হোসেন পলা।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের বিবেক। তারা সঠিক লিখনির মাধ্যমে সমাজ ও জাতির কল্যাণ বয়ে নিয়ে আনতে পারেন। তিনি কসবা প্রেসক্লাবের সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান।