স্টাফ রিপোর্টার।।
একাধিক চেক প্রতারণা মামলার আসামি প্রতারক মেজবাহ উদ্দিনকে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার (২০ অক্টোবর) নগরীর নিউমার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ।
জানা যায়, আসামি মেজবাহ উদ্দিন ৩টি ওয়ারেন্টের আসামি। সে একাধিক লোকের কাছ থেকে চেকের বিনিময়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। এতে ভুক্তভোগীরা তার নামে কুমিল্লা বিজ্ঞ আদালতসহ দেশের বিভিন্ন আদালতে তার নামে প্রতারণা চেকের মামলা করে। তারই ধারাবাহিকতায় কুমিল্লা কোতয়ালী মডেল থানার কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির এএসআই রিমন উদ্দিন ও এএসআই সাইফুল ইসলামসহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি কুমিল্লা কোয়ালীর সুবর্ণপুর এলাকার ওয়াহিদুর রহমান ভূঁইয়ার ছেলে মেজবাহ উদ্দিন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোরশেদ বলেন, সে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। আমাদের এএসআই রিমনসহ একটি টিম তাকে আটক ও বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করে।