কুমিল্লায় করোনা শনাক্ত১৮৭ জনের। সুস্থ্য৫০জন, মৃত্যু৫

কুমিল্লা প্রতিনিধি
১জুলাই কুমিল্লা জেলায় নতুন করে আরও১৮৭জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার৪৯২জন।
আজকের রিপোর্টে পাঁচজন মৃত্যু দেখানো হয়েছি। যাহার ফলে মৃত্যুর সংখ্যা ৪৮২জনে দাঁড়ালো।সিটি কর্পোরেশন ০১ জন,চৌদ্দগ্রাম ০১ জন,বরুড়া ০১ জন,সদর দক্ষিণ ০১ জন,লাকসাম ০১ জন।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ৯৬জন,বুড়িচ০৭জন,আর্দশ সদর০৭জন, সদর দক্ষিণ ০১জন,লালমাই ০৪জন,হোমনা১১ জন,মেঘনা ০১ জন, বরুড়া০৯জন, মুরাদনগর ০৭জন, দেবিদ্বার ০৬জন,মনোহরগন্জ ০১জন, তিতাস ১১জন, দাউদকান্দি ০৩ জন,চান্দিনা ০৯জন,লাকসাম ০৫জন, চৌদ্দগ্রাম ০৭জন, ব্রাক্ষণপাড়া ০২।
আজকের রিপোর্টে সুস্থ্য৫০জন
দেখানো হয়েছি।এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১১হাজার৮০০জন করোনা রোগী।আজকের সুস্থ্য দেবিদ্বার ০২জন, সিটি কর্পোরেশন ৪৮জন ।
গতকাল ০১ জুলাই বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৫হাজার ৭০২জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৮৪হাজার ৪৪৩জনের। এর মধ্যে ১৪ হাজার ৪৯২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১১৪
এদের মধ্যে নতুন সনাক্ত: ০৬।

Post Under