এমদাদুল হক সোহাগ, কুমিল্লা
কুমিল্লা নগরীর ৮নং ওয়ার্ডের ঠাকুরপাড়া এলাকার ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের বিপরীতে বহুতল ভবনে কলেজ শিক্ষিকার বাসার তালা ভেঙ্গে নগদ টাকা সহ স্বর্নালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী ওই শিক্ষিকার নাম নাছিমা আক্তার, তিনি আদর্শ সদর উপজেলার কালীরবাজার ধনুয়াখলা আদর্শ ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষিকা।তিনি ৩৮৫/২ নিত্যধাম নামের বাড়ির পঞ্চম তলায় স্বামী সহ ভাড়া থাকেন।
গত শুক্রবার বিকেল তিনটা থেকে রাত নয়টার মধ্যে দুর্বৃত্তরা ওই ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারটি। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে থানার উপ-পরিদর্শক মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে বাড়ির কেয়ারটেকারকে জিঙ্গাসাবাদ করেছেন।
ভুক্তভোগী নাছিমা আক্তারের মেয়ে সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষিকা সাদিয়া আফ্রিন জানান, তাঁর মা (নাছিমা আক্তার) গত শুক্রবার বিকালে ঠাকুরপাড়া এলাকার নিত্য ধাম বাসায় তালা লাগিয়ে বের হন, আসার সময় দারোয়ানকে খেয়াল রাখার কথা বলে সাতরা চম্পকনগর উত্তরণ হাউজিংয়ে আমার বাসায় আসেন। পরে রাত নয়টার দিকে ঠাকুরপাড়া বাসায় চলে যান। গিয়ে দেখেন দরজার তালা ভাঙ্গা, ঘর লণ্ডভণ্ড। আলমারিতে থাকা তাঁর (সাদিয়া আফ্রিন) বিয়ের সমস্ত স্বর্ণালংকার, তাঁর মায়ের স্বর্ণালংকার সহ প্রায় ছয় থেকে সাড়ে ছয় ভরি স্বর্ণ, ঘরে থাকা নগদ ৩৫ হাজার টাকা নাই। তাঁর মায়ের চিৎকারে ভবনের অন্যান্য ফ্ল্যাটের মানুষ ছুটে আসেন। বিষয়টি সাথে সাথেই কোতয়ালী মডেল থানা পুলিশকে জানানো হয় বলে জানান তিনি। বৈরি আবহাওয়ার কারনে পুলিশ তখন আসেনি। শনিবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বাড়ির দারোয়ানকে জিঙ্গাসাবাদ করেছেন।
কোতোয়ালী মডেল থানার ওসি তদন্ত শিবেন বিশ্বাস জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে দোষীদের বের করে শাস্তির আওতায় আনতে আমরা কাজ করছি।