এমদাদুল হক সোহাগ:
কুমিল্লার চান্দিনায় সামান্য গরুর গোবর ফেলা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে চান্দিনা পৌর এলাকার রারিরচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মো. হানিফ। তার ছোট ভাইয়ের নাম আনিস মিয়া। তারা চান্দিনা পৌরসভার রারিরচর গ্রামের আনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে হানিফ ও আনিস গরুর গোবর ফেলা নিয়ে দ্বন্দ্বে জড়ায়। একপর্যায়ে হানিফ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করতে গেলে ছোট ভাই আনিস ধারাল কাঠের টুকরা দিয়ে তার চোখে আঘাত করে। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে হানিফ। পরে তাক উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে আনিস পলাতক রয়েছেন।
এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানজুর মোর্শেদ জানান, গরুর গোবর ফেলা নিয়ে ঝগড়ার জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার মূল কারণ জানতে তদন্ত চলছে।