কুমিল্লায় তিন টন গাঁজা উদ্ধার ! 

 কুমিল্লা জেলা পুলিশের অভিযানে গত সাড়ে পাঁচ মাসে ৩ টন গাঁজা উদ্ধার করা হয়েছে। সোমবার বেলা ১১ টার দিকে জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
পুলিশ সুপার ফারুক আহমেদ আরো জানান, গত সাড়ে পাঁচ  মাসে তিন টন গাঁজা ছাড়াও ১ লাখ ১৫ হাজার ৪১২ পিস ইয়াবা,  ৮ হাজার ৫২৫ বোতল ফেন্সিডিল, ৩৯৬ লিটার দেশী মদ, ২৩২ বোতল হুইস্কি, ৪২৪ বোতল বিয়ার, ৩৩৫ বোতল বিদেশী মদ, ২হাজার ১১০ বোতল ইস্কাফ রয়েছে।
জব্দকৃত মাদকের বাজার মূল্য ৮ কোটি ৭২ লাখ ৮৫ হাজার ১ শ টাকা।
এ ঘটনার সাথে সংশ্লিষ্ট থাকার অপরাধে ১ হাজার ৬১২ জনকে গ্রেফতার করা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  কাজী আবদুর রহীম, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) আফজল হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন  কর্মকর্তারা।
Post Under