কুমিল্লায় প্রাথমিকের ৫৪৭শূন্য পদে ৩২ হাজার পরীক্ষার্থী

এমদাদুল হক সোহাগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতে সহাকরী শিক্ষক নিয়োগে ২০২৩ এর লিখিত পরীক্ষা ২৯ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলা থেকে এ বছর ৩২ হাজার ১৯৯ জন পরীক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। একটি পদের বিপরীতে প্রায় ৫৯জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করবেন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পদ্ধতিতে এ লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। কুমিল্লা আদর্শ সদর ও সিটি কর্পোরেশন এলাকার (সদর দক্ষিণ উপজেলার অংশ সহ) ৩৪টি কেন্দ্রে ওই পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান নিয়োগ কমিটির সভাপতি। জানা যায়, প্রতিটি কেন্দ্রে একজন করে কেন্দ্র সচিব এবং দুজন সহায়ক কর্মকর্তা থাকবেন। প্রতিটি কেন্দ্রে ২৫ জন পরীক্ষার্থীর বিপরীতে একজন করে কক্ষ পরিদর্শক থাকবেন। তাছাড়া পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের জন্য কেন্দ্রে প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রে ও পুলিশ মোতায়েন থাকবে। অধিকাংশ পরীক্ষা কেন্দ্র কুমিল্লা শহরে হলেও কয়েকটি কেন্দ্র মূল শহরের বাহিরে আছে যেমন কোটবাড়ী এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুল, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজ উল্লেখযোগ্য। কুমিল্লা জেলায় এখন পর্যন্ত সহকারি শিক্ষকের ৫৪৭টি পদ শূন্য রয়েছে।

কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সফিউল আলম বলেন, পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময়ে কেন্দ্রে উপস্থিত থাকার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। এ বছর কুমিল্লা ৫৪৭টি শূন্য পদের বিপরীতে ৩২ হাজার ১৯৯জন পরীক্ষার্থী প্রতিযোগিতা করবেনও বলেও জানান তিনি।

Post Under