এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোজা ও ডায়াবেটিস: স্বাস্থ্য ঝুঁকি, সতর্কতা ও করণীয় শীর্ষক সেমিনার ও আপনজন সম্মানা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার একটি পার্টি সেন্টারে ওই অনুষ্ঠানের আয়োজন করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি।
মূখ্য আলোচকের বক্তব্য রাখেন ডাযাবেটিস ও হরমোন বিশেষজ্ঞ চিকিৎসক মো: মহিউদ্দিন। ডাক্তার নজরুল ইসলাম শাহীনের সঞ্চালনায় আলোচ্য বিষয়ের উপর মতামত ব্যক্ত করেন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মো: আবদুল লতিফ, গাইনী রোড বিশেষজ্ঞ ডাক্তার শামীমা আক্তার রেখা, মেডিসিন ও লিভার রোগ বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক মোহাম্মদ ইজাজুল হক। সূচনা বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার মো: আতাউর রহমান জসীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার মো: আবু জাহের। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রেজা মো: সারোয়ার আকবর, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোশাররফ হোসেন খান চৌধুরী। সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আ.হ.ম তাইফুর আলম। অনুষ্ঠানে শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুমকে আপনজন সম্মাননা প্রদান করা হয়।
সেমিনারে চিকিৎসক, শিক্ষক, সুশীল, আইনজীবী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সেমিনারে ডায়াবেটিস রোগীদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়। রোজার স্বাস্থ্যগত উপকারিতা তুলে ধরা হয়। রমজানে ডায়াবেটিস রোগীদের সঠিক সময়ে ইফতার করা এবং অতিরিক্ত মিষ্টি ও চিনি জাতীয় খাবার গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দেয়া হয়। ভাজাপোড়া জিনিস যত কম খাওয়া যায়, ইফতারে বেশি খেজুর না খাওয়া, পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া, সেহরি শেষ হওয়ার আগ মুহুর্তে খাবার খেতে পারলে ভালো, জটিল শর্করা ও পুষ্টিকর খাবার খাওয়ার আহবান জানানো হয়। চিকিৎসকেরা ইসলামের রেফারেন্স টেনে জানান রোজায় ডায়াবেটিস মাপা যাবে-এতে করে রোজার কোন ক্ষতি হবেনা। গর্ভবতী নারীরা যাতে রোজা না রাখেন সে পরামর্শ প্রদান করেন। ইনসুলিন ব্যবহার পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। সেমিনারে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
