এমদাদুল হক সোহাগ
সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর অন্যতম ব্র্যান্ড প্রোডাক্ট দেশ সেরা সেভেন রিংস্ সিমেন্ট আয়োজিত টেকনিক্যালসেমিনার মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় গোল্ডেন স্পুন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সি.এম.ও হারুন অর রশীদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র ম্যানেজার মার্কেটিং, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মাহাবুব আলম, সিনিয়র ম্যানেজার মার্কেটিং, সেলস এন্ড ডিস্ট্রিবিউশন মাসুদুল হাসান রানা, সেভেন রিংস্ সিমেন্টের ডিজিএম ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সহ সেভেন রিংস্ সিমেন্ট কুমিল্লার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। সেমিনারে কুমিল্লার বিশিষ্ট প্রকৌশলীগণ অংশগ্রহণ করেন।
সেভেন রিংস্ সিমেন্ট হংকং ভিত্তিক শুন শিং গ্রুপের মাধ্যমে সেভেন সার্কেল বাংলাদেশ লি: এর অন্যতম ব্রান্ড হিসেবে ১৯৯৯ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে।
ভিত্তি আগামির এই স্লোগানকে ধারণ করে বর্তমানে দেশ সেরা খেতাব অর্জন করেছে সেভেন রিংস্ সিমেন্ট। সারা দেশের ন্যায়কুমিল্লাতেও ব্যাপক ব্যবহৃত হয়ে আসছে সিমেন্টেটি। চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশে সেভেন রিংস্ সিমেন্টের তিনটিঅত্যাধুনিক ফ্যাক্টরি রয়েছে। ঢাকা, খুলনা ও চট্টগ্রামে অবস্থিত তিনটি সিমেন্ট ফ্যাক্টরির সর্বমোট বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮.৪মিলিয়ন মেট্রিক টন। ঢাকা ও চট্টগ্রামের ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক জার্মান প্রযুক্তির লোশে ভিআরএম প্ল্যান্ট।
তাছাড়া সেভেন রিংস্ সিমেন্টেই দেশের একমাত্র সিমেন্টে কোম্পানী হিসেবে দেশের বাইরে দুবাইতে সিমেন্ট প্ল্যান্ট স্থাপন করেছে।ভিআরএম প্রযুক্তির ওই প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ১ মিলিয়ন টন। দেশের তিনটি ও দুবাইয়ের একটি সহ চারটি ফ্যাক্টরিতেসম্মিলিত বার্ষিক উৎপাদন ৯.৪ মিলিয়ন মেট্রিক্টন টন। সেভেন রিংস্ সিমেন্ট ২০০৮ সাল থেকে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরাএবং মেঘালয়ে পিপিসি ৩২.৫ গ্রেডের সিমেন্ট রপ্তানী করে আসছে।