কুমিল্লায় স্ত্রী হত্যার দায়ে স্বপন মিয়া নামে একজনের মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত স্বপন মিয়া (৩০) জেলার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে। তিনি পলাতক রয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি জাকির হোসেন জানান, শহরতলীর শাসনগাছা এলাকার মির্জারপাড় কলোনির ভাড়া থাকতেন ফাতেমা বেগম (২৪) এবং স্বপন মিয়া (৩০) দম্পতি। তাদের একটি পুত্রসন্তান রয়েছে। ২০১২ সালের ১৯ আগস্ট রাতে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে যান ঘাতক স্বামী স্বপন মিয়া। এ মামলায় দীর্ঘ কার্যক্রম সম্পাদনের পর বৃহস্পতিবার ঘাতক স্বপন মিয়ার মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।