অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এ এফ এম তারেক মুন্সীর চেয়ে তিনি ৩৬ হাজার ৪২২ ভোট বেশি পেয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জনায়, দেবিদ্বার উপজেলা পরিষদ উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এ এফ এম তারেক মুন্সী পেয়েছেন ৫৯ হাজার ১৪২, স্বতন্ত্র প্রার্থী মো. আ. হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. আব্দুল আউয়াল সরকার পেয়েছেন ৭৮১ ভোট।