কসবায় ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদ পুনর্মিলন, নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা পাবলিকিয়ান নামে সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সূচির মধ্যে ছিল কুপন সংগ্রহ, উপহার প্রদান, পরিচয় পর্ব, নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অতিথিদের সম্মাননা স্মারক প্রদান, অতিথিদের আলোচনা, কৃতি শিক্ষার্থীদের অনুভূতি প্রদান, ফটোসেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কসবা উপজেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কসবা উপজেলা পাবলিকিয়ান।
কসবা উপজেলা পাবলিকিয়ান সভাপতি জামির হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কুতুবুল ইসলাম নোমানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ জসিম উদ্দিন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব ড. মো. শফিকুল ইসলাম, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সম্পদ ঘোষ, কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ মো. মোজাম্মেল হক, নরসিংদী জেলা জজ আদালতের সহকারী জজ মো. মেহেদী হাসান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মাহমুূুদুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামান, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবুল খায়ের স্বপন, আবুল খায়ের স্টিল মিল লিমিটেডের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ইমরুল কাদের ভুইয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়ন বিভাগের সচিব মো. তাজুল ইসলাম বলেন, জীবনের লক্ষ্যে পৌঁছাতে হলে ধৈর্য্য এবং অধ্যাবসায়ের বিকল্প নেই। যে সময়টায় মোবাইলে কাটাচ্ছো সেই সময়টাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর কাজে লাগাও এবং জেদ তৈরি করো। তাহলে একদিন তোমার জেদ এবং পরিশ্রম তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে তখন থেকে তোমার নতুন লক্ষ্য হবে নিজের কর্ম দিয়ে নিজেকে দেশ ও বিশ্ব দরবারে তুলে ধরা। তখন তুমি বা তোমরা সমাজ, দেশ ও দেশের মানুষের জন্য কিছু করার সৌভাগ্য অর্জন করতে পারবে। আজকে তোমরা নবীন তোমরাই হবে দেশ ও জনগনের আপনজন। সুতরাং কাঙ্ক্ষিত লক্ষ্যে তখনি পৌঁছাতে পারবে যখন ধৈর্য্য ধরে ও অধ্যাবসায় চালিয়ে মনের জেদকে কাজে লাগাতে পারবে। তিনি সকলের জন্য শুভ কামনা জানান।

Post Under