কুমিল্লার বাংলা বাজারে আর্কটাচ ইন্টেরিয়রের শোরুম ও অফিস উদ্বোধন

এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বাংলা বাজারে আধুনিক বাড়ির ডিজাইন ও ডেকোরেশনের প্রতিষ্ঠান আর্কটাচ ইন্টেরিয়র এর শুভ উদ্বোধন করা হয়েছে।

৮ জানুয়ারী শুক্রবার বিকেলে ফিতা কেটে প্রতিষ্ঠানিাটর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: তারিকুর রহমান জুয়েল, ইঞ্জিনিয়ার ফখরুদ্দীন ভূইয়া, দিদার হাই স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মাওলানা মোশারফ হোসেন, খিদমা জেনারেল এন্ড স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো: মাহফুজুর রহমান ভূইয়া।
অন্যান্যদের মাঝে যমুনা টিভির কুমিল্লা ব্যুরো রিপোর্টার খালেদ সাইফুল্লাহ, অনলাইন নিউজ পোর্টাল গ্রেটার কুমিল্লার সম্পাদক এমদাদুল হক সোহাগ সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুল হাসান ও বিশেষ অতিথি তারিকুর রহমান জুয়েল সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ ও ক্রেস্ট উপহার দেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: রায়হান উদ্দিন।

অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো: নাজমুল হাসান ও বিশেষ অতিথি তারিকুর রহমান জুয়েল সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ ও ক্রেস্ট উপহার দেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো: রায়হান উদ্দিন।

আর্কটাচের স্বত্বাধিকারী মো: রায়হান উদ্দিন বলেন, আর্কটাচ আর্কিটেকচারাল ডিজাইন, স্টাকচারাল ডিজাইন, থ্রিডি ডিজাইন, ইলেক্ট্রিকাল, প্লাম্বিং, সয়েল টেস্ট, ল্যান্ড স্ক্যাপ ডিজাইন, ডিজিটাল সার্ভে, বাড়ির ইন্টেরিয়র, অফিস ইন্টেরিয়র, ব্যাংক ইন্টেরিয়র, শোরুম ইন্টেরিয়র, রেস্টুরেন্ট ইন্টেরিয়র সহ ইন্টেরিয়র সংক্রান্ত বিভিন্ন আধুনিক ও মানসম্মত নজরকাড়া কাজ করে থাকে। রাজধানী ঢাকার বিমানবন্দর রোডের দক্ষিণখানে তাদের আরেকটি অফিস রয়েছে। ইতিমধ্যে ঢাকায় তাঁদের প্রতিষ্ঠানের মাধ্যমে অসংখ্য ব্যক্তি প্রতিষ্ঠানের কাজ করে প্রশংসা কুড়িয়েছে। আর্কিটেকচারাল ও ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে কুমিল্লা একটি সম্ভাবনার জায়গা। সেজন্য কুমিল্লাবাসীকে উন্নত সেবার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছি। এ ক্ষেত্রে কুমিল্লাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

 

Post Under