কুমিল্লায় ভর্তুকির কম্বাইন্ড হারভেস্টার কৃষকের হাতে তুলে দিলেন এমপি বাহার

দেলোয়ার হোসেন জাকির:

কুমিল্লা সদর উপজেলায় সহজে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই সহ ধান বস্তাবন্ধী করার জন্য দশ লাখ টাকা ভর্তুকির অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ কৃষিযন্ত্র কম্বাইন্ড হারভেস্টার কৃষকের হাতে তুলে দিয়েছেন কুমিল্লা সদর ৬ আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সভাপতি আ. ক.ম বাহাউদ্দীন বাহার।
শনিবার নগরীর মুন্সেফবাড়ি এমপি বাহারের কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে ইঞ্জিন চালিত ওই কৃষিযন্ত্রটির চাবি হস্তান্তর করা হয়।

জানা যায়, কৃষি মন্ত্রনালয়ের পরিচালনায় ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তায় প্রকল্পের আওতায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে কম্বাইন্ড হারভেস্টার প্রদান করা হয়েছে।
শনিবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের কৃষক তাজুল ইসলামের হাতে কম্বাইন্ড হারভেস্টার তুলে দেন এমপি বাহার। কম্বাইন্ড হারভেস্টার অটোমেটিক মেশিনটি দিয়ে একজন কৃষক এক ঘন্টায় এক একর জমির ধান কাটতে পারবে, একই সাথে ধান মাড়াই, ঝাড়াই করে ধান বস্তাবন্দী করা যাবে। কম্বাইন্ড হারভেস্টার মেশিনটি কৃষকের প্রায় ষাট ভাগ অর্থ সাশ্রয় করবে। প্রতিদিন আট থেকে দশ একর জমির ধান কাটা যাবে এ হারভেস্টার দিয়ে। প্রতি একরে দশ লিটার ডিজেল জ্বালাবে মেশিনটি।
২২ লাখ ২৫ হাজার টাকা দামের কম্বাইন্ড হারভেস্টার মেশিনটির জন্য ১০ লাখ টাকা ভুর্তুকি দিচ্ছে সরকার। কৃষক তাজুল ইসলামের হাতে কম্বাইন্ড হারভেস্টার তুলে দিয়ে এমপি বাহার বলেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। করোনা প্রাদুর্ভাবের কারনে কৃষকেরা যাতে সহজে খাদ্য উৎপাদন করতে পারে সে লক্ষেই ভুর্তুকি দিয়ে কম্বাইন্ড হারভেস্টার দেওয়া হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল, কালির বাজার ইউপি চেয়ারম্যান সেকান্দর আলী। কম্বাইন হারভেস্টার সর্বরাহকারি প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার শফিউল কামাল।

Post Under