কুমিল্লায় র্যাবের অভিযানে ইয়াবা পাচার করনার সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, তার র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ অক্টোবর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখার চর বিশ্বরোড মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪৫০ (চারশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন কুমিল্লা জেলার কোতয়ালী থানার দুতিয়া দিঘীর উত্তর পাড় গ্রামের -ফুলমিয়া এর ছেলে মো: নুরুল ইসলাম (৪২), কুমিল্লা জেলার কোতয়ালী থানার দুতিয়া দিঘীর উত্তর পাড় গ্রামের আব্দুল হান্নান এর ছেলে মো: মেহিদি হাসান @ রায়হান (৩০), কুমিল্লা জেলার কোতয়ালী থানার জামবাড়ী গ্রামের আব্দুল জব্বার এর ছেলে মো: সাইমুল (২৬)।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।