এমদাদুল হক সোহাগ
কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন।
কুমিল্লা নগরের জিলা স্কুল অডিটোরিয়ামে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বিভিন্ন কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করা হয়।
মোট ১০৫টি কেন্দ্রের মধ্যে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯০টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়।
এ নির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। পুরুষ ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী ১ লাখ ২৪ হাজার ২৭৪ জন ও হিজড়া দুইজন। সাড়ে তিনটা পর্যন্ত ৩৭% ভোট পরেছিল।
৯০টি কেন্দ্রের ফলাফলে বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার ৩৯৯৩২ ভোট, নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীকে ৪৩৯৫ ভোট , মোহাম্মদ নিজাম উদ্দিন ঘোড়া প্রতীকে ১০৯৬৩ ভোট, মনিরুল হক সাক্কু ঘড়ি প্রতীকে ২২৫৭৬ ভোট পেয়েছেন।