আনিসুর রহমান মিঠু
সরকার আশ্রয়ন প্রকল্প করে, টাকা খরচ করে হতদরিদ্রকে থাকার ব্যবস্থা করে দিয়ে সমালোচিত হওয়ার কি এমন ঠ্যাকা পরেছিলো ? ঘর করে দেয়ার জন্যতো কোন হরতাল মিছিল করেনি কেউ !
খবর নিয়ে যানতে পারলাম, জেলা প্রশাসকের তত্বাবধানে এই প্রকল্পের কাজ গুলো হয় , প্রতিটি ঘর নির্মানে দেয়া হয় এক লক্ষ পচাত্তর হাজার টাকা ! এ টাকায় বাথরুম সহ দুই রুমের ঘর করা হয়।
এক লাখ পাচাত্তর হাজার টাকা দিয়ে কোন ভাবেই এই মাপের ঘর দরজা করা সম্ভব না , ঠিকাদাররা কিভাবে করে দিচ্ছেন এটা এক বিরাট রহস্য!
এ ঘরগুলো করতে কম পক্ষে চার লক্ষ টাকা লাগবেই , অন্যথায় ভালো ভাবে ঘর গুলো করা যাবেনা।
উপহার দিয়েও গালি শুনতে হয় অনেক সময়, এরচাইতে উপহার না দেয়াই ভালো।
ধরুন কেউ বিদেশ থেকে আসতে আমার জন্য নকল সেন্ট নিয়ে এসে উপহার দিলো , আমি যখন বুঝব এটা নকল তখনইতো গালি দিবো , অথচ কিছু উপহার না আনলেও গালি দিতামনা ।
কিংবা কেউ আমাকে বাজে একটা মোবাইল উপহার দিলো , এটা যতবার দেখবো ততোবারইতো গালি আসবে মন থেকে, এ সব উপহার কেনো দেয়া ?
যে সকল আমলারা এ সব প্রকল্পের পরিকল্পনা করেন , তাদের উচিৎ রাজনৈতিক ভাবে অভিজ্ঞ এমপিদের সাথে পরামর্শ করে প্রকল্প তৈরী করা ।
আমলারা সরকারকে খুশী করতে গিয়ে, পাম্প দিয়ে ফুলিয়ে ফোটকামাছ বানিয়ে রাখেন , এতে করে শেষ পর্যন্ত সরকারই গালি শুনেন ।
এ সমস্ত আমলারা মনে করেন , নেতাদের কোন লেখাপড়া নেই,এরা গুন্ডা, ঘাউরা, অপদার্থ এবং মাথামোটা ।
আর তারা হচ্ছেন বিদ্যাসাগর এবং সুশীল সমাজের কর্নধার ! তাই রাষ্ট্রের সকল সিদ্ধান্ত তাদেরই নেয়ার একমাত্র অধিকার !