গ্রেটার কুমিল্লা:
আসন্ন পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় মজুদ করছেন অসাধু ব্যবসায়ীরা। রেবাবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমে এমন চিত্র পাওয়া গেছে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজারে।
জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে কুমিল্লার চান্দিনার মাধাইয়া বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনার সময় এ চিত্র সামনে উঠে আসে।
এসময় অভিযানে ৪১৩ বোতল মেয়াদ উত্তীর্ণ কোমলপানীয় ও এক বস্তা অননুমোদিত শিশুখাদ্য জব্দ করে ধ্বংস করা হয়। আর ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে অধিদপ্তরের প্রশাসনিক এখতিয়ারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮৬,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো তোফাজ্জেল স্টোর ৫০,০০০ টাকা, ইউনুচ স্টোর ১০,০০০ টাকা, ভাই ভাই স্টোর ১০,০০০ টাকা, হাজী মহররম আলী স্টোর ৮,০০০ টাকা ও দীনবন্ধু মেডিকেল হলকে ৮,০০০ টাকা।
অভিযানে দোকানীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে ও সামাজিক-শারীরিক দূরত্ব বজায় রেখে কেনা-বেচা করতে নির্দেশনা দেওয়া হয়। বাজার ব্যবসায়ী সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।