ডা. আরিফ মোর্শেদ খানের বাবার মৃত্যুতে আইনমন্ত্রী, কৃষিমন্ত্রী সহ বিশিষ্টজনদের শোক

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর জোহরা আনিসের স্বামী, কুমিল্লা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক, নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. মো: আরিফ মোর্শেদ খান, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মিসেস জোবেদা কনক খান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, টিভি ব্যক্তিত্ব মিসেস রাশেদা রওনক খানের শ্রদ্ধেয় পিতা ও গাইনি বিশেষজ্ঞ ডা. আতিশা রাব্বির শ্বশুর, খাদ্য বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোঃ আনিসুল হক খান ( ৮৫) মঙ্গলবার রাত ৮ টা ৩০ মিনিটে কুমিল্লা শহরের ঝাউতলাস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

মরহুমের জানাযার নামাজ ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামে জামিয়া ছানী ইউনুছিয়া মাদ্রাসা মাঠে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বুধবার বাদ যোহর অনুষ্ঠিত হয়|

মরহুমের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, বিবাড়ীয়ার সাবেক এমপি শাহ আলম, সাবেক শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া, সাবেক সচিব রেজা-ই-রাব্বী, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দীন আহমেদ, ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারস, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট ও বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভুঁইয়া, কুমিল্লা বিএমএ ও স্বাচীপ সভাপতি ডা. আব্দুল বাকী আনিস, বিএমএ সাধারণ সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান জসীম, স্বাচিপ সাধারণ সম্পাদক ডা. মোর্শেদুল আলম, বিআরটিসি চেয়ারম্যান অতিরিক্ত সচিব তাজুল ইসলাম, ডিজিএইচএসের লাইন ডিরেক্টর প্রফেসর ডা. নাজমুল হক মুন্না, ঢাকা রেঞ্জের এসপি জিয়াউল হক, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, কাউন্সিলর মঞ্জুর কাদের মনি, চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রি কুমিল্লার প্রেসিডেন্ট মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতি, কুমিল্লাস্থ কসবা উপজেলা কল্যাণ সমিতি, কুমিল্লাস্থ কসবা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। ২৪ তম বিসিএস অল ক্যাডার ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রলয় কুমার জোয়ারদার
ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আখতারুজ্জামান, বাংলাদেশ অটোল্যারিংগোলজি ও হেড-নেক সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর আবুল হাসনাত জোয়ার্দার ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. নাজমুল হক শোক প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক , সুশীল, চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ শোক জানিয়েছেন|

Post Under